সর্বশেষ নিউজ

আরো এক ধাপ কমলো সোনার দাম

goldনিউজরুমবিডি.কম:  আরো এক দফা কমানো হলো সোনার দাম। শুক্রবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে এই নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম হবে ৪১ হাজার ২৯০ টাকা। শুক্রবার পর্যন্ত এর দাম ছিল ৪২ হাজার ৫১৫ টাকা। এ হিসাবে ভরিতে প্রায় ১ হাজার ২২৪ টাকা কমানো হয়েছে।

 

২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ৩৯ হাজার ১৯১ টাকা। যা আগে ছিল ৪১ হাজার ৬৪০ টাকা।

 

১৮ ক্যারেটের নতুন দাম ৩২ হাজার ৫৪২ টাকা। আগে ছিল ৩৩ হাজার ৭৬৭ টাকা।

 

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২১ হাজার ৬৪১ টাকা।

 

এ ছাড়া, প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম হবে ৮৭৪ টাকা। শুক্রবার পর্যন্ত ছিল ৯৩৩ টাকা।

 

প্রসঙ্গত, এর আগে গত ৭ নভেম্বরে স্বর্ণের দাম কমানো হয়েছিল, যা কার্যকর হয় ৯ নভেম্বর থেকে।

 

Tags

Related Articles

Close