বাংলাদেশসর্বশেষ নিউজ
সখীপুরে ভুয়া সিভিল সার্জন গ্রেফতার
সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল): সখীপুরে হারুন অর রশিদ (৩৫) নামের এক ভুয়া সিভিল সার্জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত আটটার দিকে উপজেলার নলুয়া বাজারের একটি ডেন্টাল ক্লিনিক থেকে তাকে গ্রেতার করা হয়। ওইদিন সন্ধ্যায় নলুয়া বাজারের ‘রাকেয়া ডেন্টাল ক্লিনিকে’ সিভিল সার্জন পরিচয় দিয়ে হারুন ওই ক্লিনিক মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। সন্দেহ হলে ওই সময় তাকে আটক করে থানা পুলিশে দেওয়া দেওয়া হয়। এ ঘটনায় রাতেই রোকেয়া ডেন্টাল ক্লিনিকের মালিক খন্দকার রকিবুল ইসলাম বাদী হয়ে সীখপুর থানায় প্রতারণা মামলা করেন। গত রোববার উপজেলার তক্তারচালা বাজারের ‘শরীফ ডেন্টাল ক্লিনিক’ মালিককে একই পরিচয় দিয়ে হারুন ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। হারুনের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর গ্রামে। তার বাবার নাম সিরাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার হারুনকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বড়চওনা বাজারের ‘মা ডেন্টাল ক্লিনিকে’ গিয়ে দুদকের (দুর্নীতি দমন কমিশন) ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ওই ক্লিনিকের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে পাঁচ হাজার টাকা দাবি করে। সন্দেহ মনে হলে ক্লিনিক মালিক আবু হানিফ বিভিন্নস্থানে মোবাইলফোনে কথা বলার এক পর্যায়ে হারুন গোপনে স্থান ত্যাগ করে। পরে হারুন সন্ধ্যার দিকে উপজেলার নলুয়া বাজারের ‘রোকেয়া ডেন্টাল ক্লিনিকে’ সিভিল সার্জন পরিচয় দিয়ে ওই ক্লিনিকে অভিযান চালালে বাজারের স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে।
সখীপুর থানা হাজতের সামনে হারুন অর রশিদের স্ত্রী মৌসুমী সিদ্দিকা বলেন, আমার স্বামী চার বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে মির্জাপুরের গোড়াই এলাকায় ‘সিরাজ ডেন্টাল’ নামের একটি ক্লিনিকের মালিক। তবে তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছেন।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, উপজেলার বিভিন্ন ডেন্টাল ক্লিনিক থেকে ভুয়া সিভিল সার্জন পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগে হারুন অর রশিদের বিরুদ্ধে প্রতারণা মামলা নিয়ে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।