ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আবারো প্রমাণিত হলো ভারত- পাকিস্তানের মধ্যকার চিরপ্রতিদ্বন্ধীতা। এশিয়া কাপের আজকের ম্যাচে মাত্র ৮৪ রানের জয়ের লক্ষ্যমাত্রা দিয়ে পাকিস্তান যে লড়াই করতে পারবে- কয়জনই বা অনুমান করেছিলেন বিষয়টা। কিন্তু মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ঠিকই দেখা গেল রুদ্ধশাস এক মহারণ।
পাকিস্তানের দেয়া ছোট লক্ষ্যে পৌছাতে ভারত দলকে খেলতে হয়েছে ১৫.২ ওভার। কিন্তু শুরুতেই আমিরদের বোলিং তোপের সামনে ধ্বসে পড়তে থাকে তারকা খচিত ভারতের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে পাকিস্তান। ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে মাত্র ৮৩ রান। ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন সরফরাজ আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে অতিরিক্ত খাত থেকে। ১০ রান করেন খুররাম মঞ্জুর।
জয়ের লক্ষ্য মাত্র ৮৪ রান থাকলে ৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। দলের এই বিপর্যয়ে হাল ধরেন কোহলি। তিনি ৫১ বলে ৪৯ রানের ইনিংস খেলে শেষ দিকে আউট হন। আর যুবরাজ ৩২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ধোনি ৭ রানে অপরাজিত থাকেন।
বল হাতে ইনিংসের শুরুতে ভারত শিবিরে রীতিমতো আগুন ছড়িয়ে দেন মোহাম্মদ আমির। ভারতের প্রথম তিনটি উইকেটের তিনটিই নেন তিনি।