ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
হ্যাবিটের উদ্যোগে বানবাসী মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরণ
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে : টাঙ্গাইল বানবাসী গরীব দুঃখি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরন করা হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ ত্রান বিতরণ কার্যক্রম। টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ও মাহমুদ নগর ইউনিয়নের বরুহা বাজার, গোলচত্তর, মাকোড় কোল, নন্দীপাড়া, বাইলা পাড়া, চান বয়রা ও সোনা মাইনজাইলের বন্যা দুর্গত এলাকায় এ ত্রান বিতরন করা হয়।
হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজী (হ্যাবিট) এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রায় এক হাজার দুস্থ বানবাসী মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হ্যাবিটের চেয়ারম্যান টাঙ্গাইল সদর- ৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এ্যডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শাহজাহান আনসারী, টাঙ্গাইল বি.আর. ডি.বির চেয়ারম্যান আমিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিসলু, মির্জা রানা, ও আওয়ামীলীগ মনোনীত মামুদ নগর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ছরোয়ার প্রমূখ।