ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

শিক্ষক হত্যা ও জঙ্গি কর্মকান্ডের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ru human chainশফিকুল ইসলাম, রাবি প্রতিনিধি: ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে শিক্ষক হত্যা ও সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এর আগে জঙ্গিবিরোধী একটি র‌্যালি কম্প্যাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মানববন্ধনে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সর্বপ্রহরী শিক্ষার্থীরাই আমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন। আমরা শিক্ষার্থীদের কাছে সব থেকে বেশি নিরাপদ মনে করতাম। কারণ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ঐক্যবদ্ধ হলে কোন জঙ্গি ও সন্ত্রাসবাদ এখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর আজ তাদের মধ্য থেকেই গুটি কয়েকজন শিক্ষার্থী এসব শিক্ষক হত্যার সঙ্গে কোনভাবে জড়িত। আমরা আজ এদের কাছেই অনিরাপদ।
উপাচার্য আরও বলেন, গুলশান ও শোলাকিয়া হামলার পর জঙ্গিবাদের বৈশ্বিক রুপ আমরা দেখতে পাচ্ছি। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা উঠে আসছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। ঐক্যবদ্ধ শক্তিই পারে এসব জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। বিপথগামী ওই গুটিকয়েক শিক্ষার্থীদের খুঁজে বের করতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, আমাদের ভাবতেই কষ্ট হচ্ছে যে, আমরা যাদেরকে লালন-পালন করছি, শিক্ষিত করে তুলছি তাদেরকেই সন্দেহ করতে হচ্ছে। তাদের চলাফেরা-আচরণ আমাদের পর্যবেক্ষণ করতে হচ্ছে, এটা আমাদের কাছে খুবই দুঃখের বিষয়। জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ অপরিহার্য হয়ে পড়েছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শাহ আজমের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রকীব আহমদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কে বি এম মাহাবুবুর রহমান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন প্রমুখ।

Related Articles

Close