বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক ৯ :১৫ দিনের কারাদন্ড

rab tanমুুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে হাসপাতাল ও পাসপোর্ট  অফিস থেকে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের ১৫দিনের লঘু দন্ড প্রদান করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর সহায়তায় বুধবার দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত দেব জানান, ২০০৯ সালের ১৮০৬ এর ১৮৮ ধারায় আটককৃত দালাল চক্রের সদস্যদের এ সাজা প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ ঘটনায় পাসপোর্ট অফিস থেকে আটককৃত দালাল চক্রের সদস্যরা হলেন, টাঙ্গাইল পৌর এলাকা সাবালিয়ার মোস্তাফিজুর রহমান (৩৮), জেলা সদর এলাকার মামুন চৌধুরী (৩০), শাহীন চোধুরী (৩৩), ইমরুল হাসান (৩৫), পশ্চিম আকুর টাকুর পাড়ার রাশেদুর রহমান (৩০), আকুর টাকুর পাড়ার সায়মন আহমেদ বিপ্লব (৩২)। এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটককৃত দালাল চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল সদর উপজেলা যোশিহাটি গ্রামের লুৎফর রহমান (৫), পাঁচকাউনিয়া গ্রামের আমিরুল ইসলাম (২৫), কুমুল্লী খান পাড়া গ্রামের জ্যোৎ¯œা বেগম (২৫)।

Related Articles

Close