বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
উপনির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে কাদের সিদ্দিকী
নিউজরুমবিডি.কম: ঋণ খেলাপের অভিযোগে উপনির্বাচনে নিজের প্রার্থীতা বাতিল হওয়ার পর থেকেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী। তারই ধারাবাহিকতায় প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন তিনি।
আজ রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আবেদনটির শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) রাখেন। এ সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের অনুলিপি নিয়ে কাদের সিদ্দিকীকে নিয়মিত আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে হবে।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর ঋণখেলাপের অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে আপিল আবেদন খারিজ হয় ১৮ অক্টোবর। এরপর কাদের সিদ্দিকী ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন। গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে কাদের সিদ্দিকীর রিট আবেদনের রায়ে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখা হয়।