ক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিয়ে অবনতি টাইগারদের

bcricজেড.আই জহির, নিউজরুমবিডি.কম: টি-টুয়েন্টি র‌্যাংঙ্কিয়ে একধাপ অবনতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ১-১ সমতার কারণে র‌্যাংঙ্কিয়ে বড় প্রভাব পড়েছে টাইগারদের। ফলে ৬৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টুয়েন্টি র‌্যাংঙ্কিয়ে অবস্থান একধাপ নেমে ১১তম স্থানে।

রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ র‌্যাংঙ্কিয়ে বাংলাদেশ কে ছাপিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে হংকং ক্রিকেট দল। বলা বাহুল্য বাংলাদেশের উপরে হংকং ছাড়াও অবস্থান করছে আইসিসি সহযোগী দেশ আফগানিস্তান। তাদের অবস্থান তালিকার ৯ম স্থানে।

বরাবরের মত ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে এশিয়ার পরাশক্তি শ্রীলংকা ক্রিকেট দল। এছাড়া শীর্ষ দশে রয়েছে (রেটিং পয়েন্ট নিয়ে) যথাক্রমে- পাকিস্তান (১২১), ওয়েস্ট ইন্ডিজ (১১৮), অস্ট্রেলিয়া (১১৮), দক্ষিণ আফ্রিকা (১১৫), ভারত (১১০), নিউজিল্যান্ড (১০৮), ইংল্যান্ড (১০৭), আফগানিস্তান (৮১), হংকং (৭২)। এরপরের অবস্থানগুলো যথাক্রমে- বাংলাদেশ (৬৯), স্কটল্যান্ড (৬৬), নেদারল্যান্ড (৬১), জিম্বাবুয়ে (৫৩) ও আয়ারল্যান্ড (৪২) রেটিং পয়েন্ট নিয়ে। বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে পরাশক্তি হয়ে উঠলেও টি-টুয়েন্টি ক্রিকেটে অনেকদূরেই বলা চলে। মার-কাট খেলা টি-টুয়েন্টি সর্বদা ভুগাচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। বিশেষ করে অতিরিক্ত শর্ট খেলার প্রবণাতই ব্যাটিং বিপর্যয়ের মূল কারণ। এছাড়া রয়েছে শর্ট সিলেকশনে ব্যর্থতা। অতিরিক্ত মারমূখী আবির্ভাবের কারণেই নিজের অজান্তেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসছেন ব্যাটসম্যানরা।

সদ্য সমাপ্ত হওয়া জিম্বাবুয়ে কিংবা আগের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে হারার অনত্যম কার‌ণ হচ্ছে ব্যাটসম্যানদের অতিরিক্ত মারমুখী ভঙ্গিমা। এদিকে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে সমীহ-জাগানিয়া শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারলেও টি-টোয়েন্টিতে নিজের পরিসংখ্যানে বলার তেমন কিছুই নেই। এযাবৎ টাইগাররা মোট ৪৬টি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার বিপরীতে জয় পেয়েছে মাত্র ১৩টিতে। অপরদিকে হারের মুখ দেখতে হয়েছে ৩২টি ম্যাচে। এছাড়া পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। এখন পর্যন্ত কোনো টেস্টখেলুড়ে দেশের বিপক্ষে এখনো টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সেই অনন্য অভিজ্ঞতা অর্জনের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে মাশরাফিদের। উল্লেখ্য হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে হংকং, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের মতো নিচু সারির দেশগুলোর বিপক্ষে।

Related Articles

Close