ক্যাম্পাসবাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ সমাবেশ
শফিকুল ইসলাম, রাবি প্রতিনি ধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, হল দখল, সিটবাণিজ্য ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের উপর হামলার সাথে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের শাস্তির দাবিতে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডী ক্যাম্পাসের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, সিট বাণিজ্য, হল দখল ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তির জোর দাবি জানান।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার সভাপতি কিংশুক কিঞ্জল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাবি সংসদের সভাপতি মিনহাজুল আবেদীনসহ প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।