ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

শেষ ম্যাচেও হার টাইগারদের : সিরিজি ড্র

zimক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৮ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয় লাভ করা বাংলাদেশ দল এগিয়ে থাকলেও সিরিজটি শেষ পর্যন্ত ২-২ এ ড্র। আজকের চতুর্থ ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৮১ রানের জবাবে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৬২ রান করে বাংলাদেশ।

ওপেনার সৌম্য সরকার ১১ ও তামিম ইকবাল করেন ১ রান। ব্যাটে রান পাননি সাব্বির (১ রান) ও সাকিবও (৪ রান)। এরপর ইমরুল কায়েস ১৮, মাহমুদুল্লাহ রিয়াদ ৫৪, নুরুল হাসান ১৫, মাশরাফি বিন মুর্তজা ২২, আবু হায়দার রনি ১৪, আরাফাত সানি ১০ ও তাসকিন আহমেদ ১* রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে টেন্ডাই চিসোরো ৩টি, নেভিল মাদজিভা ৪টি, লুক জংউই ১টি ও সিকান্দার রাজা ২টি করে উইকেট নেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের সুবাদে ৪ উইকেটে ১৮০ রান করে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ইনিংসের পঞ্চম বলেই টাইগার দলপতি মাশরাফির শিকার হন সিবান্দা (৪)। ইনিংসের ১১তম ওভারে মুতুম্বামিকে (৩২) ফিরিয়ে ৮০ রানের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ১৮ বলে ৩টি ছক্কা ও এক চারে ৩৬ রান করেন ওয়ালার। চিগুম্বুরা অপরাজিত ছিলেন ৫ রানে।

বাংলাদেশের পক্ষে মাশরাফি, সাকিব, তাসকিন ও আবু হায়দার রনি নেন একটি উইকেট উইকেট।

 

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও আরাফাত সানী।

জিম্বাবুয়ে দল:
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ভুসি সিবান্দা, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), পিটার মুর, গ্রায়েম ক্রেমার, টেন্দাই চিসোরা, লুক জংওয়ে, নেভিল মাদজিভা।

 

Tags

Related Articles

Close