বাংলাদেশসর্বশেষ নিউজ
ঝিনাইদহে পিকআপ-ফেনসিডিলসহ ৩ ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে ৬৩০ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ মে) ভোরে সদর উপজেলার আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর বেনাপোলের কাগমারী গ্রামের দুলহাস মন্ডলের ছেলে ইয়ামিন আলী (২২) ও একই এলাকার ফজলুর রহমানের দুই ছেলে আজগর আলী (২৪) ও আরমান আলী (২৬)।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে পিকআপ ভ্যানে করে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছেন। এ খবরের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে ওৎ পেতে থাকে।
পিকআপটি সড়কের আমতলা এলাকায় এলে গতিরোধ করে পিকআপ থেকে ৬৩০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ওই তিন ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যবসায়ীদের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ থানা পুলিশে সোপর্দ করা হবে।