বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে ফাঁসি খেলাতে গিয়ে শিশুর মৃত্যু

sakhipurসিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ।। সখীপুরে ফাঁসি খেলাতে গিয়ে গলায় রশি আটকে হীরা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রতিমাবংকী গ্রামে এ ঘটনা ঘটে। হীরা প্রতিমাবংকী ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। তার বাবার নাম ভুলু মিয়া। বাবা ভুলু কৃষি ও মা গৃহিণীর কাজ করেন।

শিশুটির পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালে ভুলু মিয়া পাশের বাড়ি বিয়ের অনুষ্ঠানে চলে যায়। শিশুটির মা তার তিন ছেলেকে সকালে খাবার খাওয়াইয়ে বাড়ির পাশেই গাভী দুধন করছিল। ওই সময় ছোট দুই ছেলে হীরা ও সোহাগ থাকার ঘরে খেলা করছিল। হীরা এক পর্যায়ে ছোট ভাই সোহাগকে (৬) থাকার ঘরের খাটের স্ট্যান্ডে (খুঁটিতে) রশি বেঁধে গলায় লাগিয়ে ফাঁসি খেলা দেখাচ্ছিল। এক পর্যায়ে ওই রশি হীরার গলায় আটকে খাট থেকে ছিটকে মাটি পড়ে যায়। পরে ছোট ভাই সোহাগ দৌঁড়ে গিয়ে মাকে খবর বলে। মা ছুটে এসে দেখে হীরার গলায় রশি আটকে যন্ত্রণায় ছটফট করছে। তার চিৎকারে প্রতিবেশী লোকজন এসে হীরাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. এবিএম ইয়াসিন উল্লাহ তাকে মৃত বলে ঘোষণা করেন।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও প্রতিমাবংকী গ্রামের বাসিন্দা জিন্নত আলী জানান, নিহত হীরার চাচাত ভাই জামাল হোসেন (১৫) গত এক বছর আগে গলায় রশি দিয়ে ফাঁসি খেলা খেলতে গিয়ে তার মৃত্যু হয়েছে। হীরাও ওই ফাঁসি খেলা ছোট ভাই সোহাগকে দেখাতে গিয়ে গতকাল তারও একইভাবে মৃত্যু হয়।

হাসপাতালে ছেলের লাশ দেখে বাবা ভুলু মিয়া বারবার অজ্ঞান হয়ে পড়ছে। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া বইছে।

Tags

Related Articles

Close