ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হলেন আরাফাত সানি

arafat sunnyক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বোলিং অ্যাকশন সন্দেহের পর চেন্নাইয়ের পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে অবৈধ প্রমানিত হয়েছেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হলেন তিনি। তবে, বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষা দিয়ে আবারও ফিরতে পারবেন তিনি।

আজ শনিবার বাংলাদেশ দলের একটি সূত্র থেকে জানা গেছে, আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। আইসিসি থেকে পাওয়া এক চিঠিতে তা-ই বলা হয়েছে। তবে বোলিং করার সময় সানির হাত কত ডিগ্রি বেঁকে যায়, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, গত ৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন আম্পায়াররা। পরে ভারতের চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সানি।
Tags

Related Articles

Close