বাংলাদেশসর্বশেষ নিউজ
ফুলবাড়ীতে ভোক্তা অধিকার দিবসে ভ্রাম্যমান আদালতে ৪টি প্রতিষ্ঠানের জরিমানা
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা অধিকার আইনে ভ্যাম্যমান আদালতে ৪টি ব্যাবসায়ী প্রতিষ্ঠানের জরিমানা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে ভোক্তা অধিকার আইনে ভ্যাম্যমান আদালত অভিযান চালিয়ে, মেয়াদ উর্ত্তীন ঔষুধ রাখার দায়ে বাংলাদেশ মেডিকেল ফার্মেসির মালিক উত্তম কুমার দাস ও সরকার ফার্মেসির মালিক অমিত সরকার এর নিকট ২০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া উত্তম সুইটস এর মালিক উত্তম প্রসাদ এর নিকট খাবার ঢেকে না রাখার জন্য ২০০টাকা ও পদ্মকলী সুইটস এর কারখানায় মালামাল ঢেকে না রাখার দায়ে ৫০০টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত অভিযানের পূর্বে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে র্যালী আলোচনা অনুষ্ঠিত হয়।র্যালীটি পৌরশহর প্রদক্ষিন করে পৌরবাজারে এসে শেষ হয়। র্যালী শেষে পৌরবাজারের শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হামিম আশরাফ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছাত্তার, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান ও উপজেলা ভোক্তা অধিকার কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন।