জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
সখীপুরে মোবাইল ব্যবহার নিষেধ করায় কলেজছাত্রীর আত্মহত্যা
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে তানিয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার কালমেঘা চৌরাস্তা দানীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া ওই গ্রামের প্রবাসী আমিনুর রহমানের মেয়ে এবং বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয় তানিয়ার। এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে ঘরে থাকা এক বোতল কীটনাশক (বিষ) খেয়ে ফেলে তানিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় রাতে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এব্যপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।