ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ৫০ বছর পুর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ব্যাপক কর্মসুচীর মধ্য দিয়ে ২ দিন ব্যাপী ৫০ বছর পুর্তি ও পুনর্মিলনী উৎসব সম্পন্ন হয়েছে।
আজ শনিবার ২০ ফেব্রুয়ারী দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ৫০ বছর পুর্তি উৎসব উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিপই’র প্রাক্তন ছাত্র ও শিক্ষক আহমেদ শাহ্ আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (কারিগরি) শিক্ষা মন্ত্রণালয় ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কারিগরি শিক্ষা অধিদপ্তরের অশোক কুমার বিশ্বাস, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন দিপই’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুর রহমান সরকার। ইন্সটিটিউটের ৫০ বছর পুর্তির আনন্দঘন দিনব্যাপী অনুষ্ঠানে পুনর্মিলনীর মাধ্যমে একত্রিত হন বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে দিপই’র পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।