uncategorized
অবশেষে ফলাফল পেল একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুরা
নিউজরুমবিডি.কম: নানা জটিলতার পর অবশেষে রোববার রাত ১২টা ২৩ মিনিটে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
রোববার রাত ১২টা ৪০ মিনিটে বুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের ফল প্রকাশের কথা জানান। তিনি বলেন, প্রথম দফায় যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জনকে মনোনীত করা হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিচের ওয়েবসাইটে গিয়ে ভর্তির ফলাফল দেখতে পারবে।
এর আগে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা প্রকাশ করার কথা ছিলো বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়। কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ের তিন দিন পর রোববার রাত ১২টা ২৩ মিনিটেে এ তালিকা প্রকাশ হলো।
গত ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৩ ও ২০১৪ সালে পাস করা মোট সাড়ে ১১ লাখ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য এই তালিকার অপেক্ষায় ছিলেন।
২৯ ও ৩০ জুন এবং ১ ও ২ জুলাই শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে পূর্বনির্ধারিত ১ জুলাই থেকেই ক্লাস শুরু হবে।