পরিবেশবাংলাদেশসর্বশেষ নিউজ
ফুলবাড়ীতে আমের মুকুলে ভরে গেছে আমবাগান
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমবাগানগুলো আমের মুকুলের মৌ মৌ গন্ধে ভরে গেছে। উপজেলার আলাদীপুর, শিবনগর, বাসুদেবপুর এলাকায় আমবাগান বেশী। সেখানে গিয়ে দেখা যায়, আম চাষিরা তাদের বাগানের ধরা মুকুল যাতে নষ্ট না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
আম বাগানের মালিক মহেশপুর গ্রামের আতিয়ার রহমান জানান, কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আম চাষের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। একই কথা বলেন, আমচাষি আব্দুল আলীম। তিনি বলেন, যে জমিতে অন্য কোন ফসল হয়না সেখানে আমবাগান করলেই অধিক মুনাফা পাওয়া যায়। আমবাগান শুধু একটি ফসল নয়, অনেক বেকারের কর্মসংস্থান সুষ্টি হয় এই বাগান করে।
উপজেলা কৃষি অফিস জানায়, আম বাগানের সঠিক পরিচর্যা করতে আমচাষিদের সঠিক পরামর্শ দেয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ অঞ্চলে আম ও লিচুর বাম্পার ফলন হবে বলে উপজেলা কৃষি অধিদপ্তর আশা