বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ঝিনাইদহে পুলিশ অভিযানে ৪ দিনে আটক ১৬৪

arrest.জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে দুই জঙ্গী ও জামাত-শিবিরের ৮ নেতাকর্মীসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এ নিয়ে গত চার দিনে ঝিনাইদহের ৬ উপজেলা থেকে ১৬৪ জনকে আটক করা হলো। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ উপজেলা থেকে শাহিনুর রহমান শাহিন (২৮) নামে এক জঙ্গীকে আটক করা হয়। শাহিন ওই উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। সে জঙ্গী সংগঠন আল্লাহর দলের সদস্য বলে জানা গেছে। এছাড়া, শৈলকুপা থেকে ইউনুস আলী (৩৭) নামে এক জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। ইউনুচ ওই উপজেলার দেবীনগর গ্রামের জাইবার আলীর ছেলে।

এছাড়াও, এ অভিযানে জেলার অন্যান্য স্থান থেকে ৮ জামায়াত শিবিরসহ বিভিন্ন মামলার আরো ৩১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ১১ জন, কালীগঞ্জের ৭ জন, মহেশপুরের ৬ জন, শৈলকুপার ৪ জন, কোটচাঁদপুরের ৩ জন ও হরিণাকুন্ডুর ২ জন রয়েছে। তিনি জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞিসাবাদ শেষে সোমবার বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Close