uncategorized

তৌহিদ ইথুনের গান দিন খারাপের দিনে

tou

অনলাইন ডেস্কঃ নতুন গানচিত্র নিয়ে হাজির হলেন পুলিশ কর্মকর্তা ও কণ্ঠশিল্পী তৌহিদ ইথুন। নাম ‘দিন খারাপের দিনে’। গানটি লিখেছেন ও সুর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন কামরুজ্জামান সুজন। ১৪ নভেম্বর টি-মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া গানটির কথাগুলো এমন—আমার দিন খারাপের দিনে/ তুমি কেমন করে থাকো/ আমি লজ্জা ভেঙে তোমায় মনে রাখি/ তুমি চাওনা কি আর আমায়/ আমি অনেক দূরে থাকি/ তুমি আয়না ভুলে শোন আমি ডাকি…। প্রেমের আবেগ প্রকাশের দুরন্ত আকাঙ্ক্ষা নিয়ে কাব্যময় কথায় সাজানো গানটি তৌহিদ ইথুন কণ্ঠে তুলেছেন লোকজ সুরে। গানটি সম্পর্কে তিনি বলেন, ‘এটি ফোক ধারার মেলোডি গান। যেখানে প্রেমিক-প্রেমিকার মনের অব্যক্ত কথাগুলো বলা হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’ তৌহিদ ইথুনের কয়েকটি গান এর আগেও ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানগুলো শ্রোতাদের কাছে প্রশংসিতও হয়। তৌহিদ ইথুন কর্মস্থলে তৌহিদুল ইসলাম নামেই বেশি পরিচিত। বর্তমানে তিনি কাজ করছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটে, অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।

Tags

Related Articles

Close