বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে পল­ী চিকিৎসককে হত্যার প্রতিবাদে মানবন্ধন

manob bondhonnnমুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি।। টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্তর এলাকায় ইকবাল হোসেন নামে এক পল­ী চিকিৎসককে কুপিয়ে হত্যার প্রতিবাদ মানবন্ধন করেছে টাঙ্গাইল জেলা পল­ী চিকিৎসক কল্যাণ সমিতি।

রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব চত্তরে আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পল­ী চিকিৎসক কল্যাণ সমিতির মহাসচিব আব্দুল খালেক, নিহতের বড় ভাই আব্দুল কাদের, মেজ ভাই ডাঃ শহিদুল ইসলাম, ভাই আতিক শাকিল প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে গোলচত্তর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত ইকবাল উপজেলার আগ দিঘুলিয়া এলাকার আবদুল আজিজের ছেলে। গোলচত্তর বাজারে ফ্লেক্সিলোড ও বিকাশের এজেন্টসহ পল­ী চিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি। গত ১৩ ফেব্রুয়ারী নিহতের বড় ভাই আব্দুল কাদের বাদী হয়ে গ্রেফতারকৃত বাবলুর জবানবন্দি অনুযায়ী দিপু, রাজ্জাক, ইসারত, মাকমুলসহ আট জনের নাম উলে­খ করে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tags

Related Articles

Close