ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

বসন্তের আগমনে বাসন্তী সাজে সারাদেশ

bosontoooooনিউজরুমবিডি.কম: আজ পহেলা ফাল্গুন। বসন্তের আগমনে এক উন্মাদনা বিরাজ করছে সারাদেশে। সর্বত্র চলছে নানা আয়োজন। পার্ক, রিসোর্ট, শিক্ষাঙ্গনসহ নানা জায়গায় চলছে বসন্ত বরনের আয়োজন। বাহারি সাজে সেজেছে শিশু, কিশোর- কিশোরী আর রমনীরা। পিছিয়ে নেই পুরুষেরাও। নারীদের পরণে যেমন শোভা পাচ্ছে বাসন্তী রঙের শাড়ি, পুরুষদের পরণেও রয়েছে বাসন্তী পাঞ্জাবি। এ যেন এক রঙিন দুনিয়া!
রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বন্ধু- বান্ধবদের প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেছে আড্ডাস্থল। বসন্তকে বরণ করে নিতে ঘর থেকে বের হয়েছেন নানা বয়স ও পেশার লোকজন। অনেকেই বের হয়েছেন পরিবারের সদস্যরা মিলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্ত্বর, বইমেলা, পার্ক, উদ্যান সব জায়গাতে যেন চলছে বসন্ত মেলা! চারুকলার বকুলতলার দৃশ্য ছিলো চোখ ধাঁধাঁনো। নানা সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পদচারণায় মুখরিত ছিলো চত্ত্বর। গান আর নৃত্যের তালে চলে বসন্ত বরণ। তরুণীর মাথায় শোভা পাচ্ছে একগুচ্ছ ফুল আর বাহারি সাজ। চারদিকে যেন ফুলের ছড়াছড়ি। সকালের দিকে ছিলো বসন্তের শোভাযাত্রা।
Tags

Related Articles

Close