বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে যে কোন সন্ত্রাস নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে

jhenidah-polic-komunity-pic-05-10-16জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ “পুলিশই-জনতা-জনতাই পুৃলিশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানার আয়োজনে থানা ক্যাম্পাসে এ আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন, ওসি তদন্ত শাহিন উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস, মাহমুদুল ইসলাম ফোটনসহ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা কমিউনিটি পুলিশিং অফিসার শাহারিয়ার হাসান।

সমাবেশে প্রধান অতিথি পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পুলিশ জনগনের সেবক। কমিউনিটি পুলিশের সাথে নিয়ে জেলাকে মাদক, সন্ত্রাস মুক্ত করা হবে। এ জেলায় আর কোন নাশকতা বরদাশত করা হবে না। যারা আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

এ সময় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, ফরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল মালেক মিনা সহ ১৭টি ইউনিয়নের চেয়ারম্যানসহ কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags

Related Articles

Close