বাংলাদেশসর্বশেষ নিউজ

ভালুকায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ লক্ষ ৩০ হাজার দুইশত টাকার নোটবই জব্দ

valukaভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: ময়মনসিংহের ভালুকায় আজ বুধবার ভ্রাম্যমান আদালত ভালুকা বাজাররোড পাঁচরাস্তামোড় এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম আমিনের মালিকানাধিন আমিন বুক হাউজের প্রায় ৭০ হাজার টাকার এবং রাখাল চন্দ্র সরকারের গণেশ পেপার হাউজের ৫০ হাজার টাকার নোট ও গাইড বই জব্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট  সহকারী কমিশনার (ভূমি) মো. সাখায়াত হোসেন এ আদালত পরিচালনা করেন।

সময় দুই ব্যবসায়ীকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতঅভিযানের খবর পেয়ে অন্যান্য লাইব্রেরীর মালিকগণ দোকান বন্ধ করে পালিয়ে যানএ ছাড়াও মেয়াধোত্তীর্ণ কিটনাশক বিক্রি এবং চাউল ও সারের বস্তায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ভালুকা বাজারে শাহীন ট্রেডার্সের মালিক মো: জালাল উদ্দিন, সবুজ বাংলা এন্টারপ্রাইজের মালিক আব্দুল গাফ্ফারকে দুই হাজার করে চার হাজার টাকা এবং চাউল ব্যবসায়ী নুরু খানকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে

ভ্রাম্যমান আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্র্যাট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাখাওয়াত হোসেন জানান, ৯০ নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর (৩) ধারায় লাউব্রেরী দুটিকে এবং পণ্যে পাটজাত মুড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর (১৪) ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছেতিনি আরো বলেন, এই অভিযান অব্যাহত থাকবে

Tags

Related Articles

Close