জেড.আই জহিরঃ বোলিং অ্যাকশন সন্দেহজনক থাকা দুই বাংলাদেশী বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি আগামী ম্যাচগুলোতে খেলতে কোন বাধা নেই। বিষয়টির সত্যতা স্বীকার করেছে টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
বুধবার ধর্মশালায় টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারায় বাংলাদেশ। কাঙ্খিত জয়ে ফুরফুরে মেজাজে থাকা টাইগার শিবিরে বড় আঘাত হানে তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহজনক নিয়ে। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিং করে আম্পায়ারদের সন্দেহের দৃষ্টিতে পড়েছেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানী ও পেসার তাসকিন আহমেদ। যদিও তাসকিন ৪ ওভারে ২১ রান দিয়ে এবং আরাফাত সানী ২ ওভার বোলিং করে ছিলেন উইকেটশূন্য।
ম্যাচ শেষে দুই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আনুষ্ঠানিকভাবে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ আম্পায়াররা। এমনকি তাদের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্টও করা হয়েছে। বিষয়টির নিয়ে দারুন উদ্বেগ প্রকাশ করেছে টাইগার কোচ ও টাইগার সমর্থকরা। ঘোলাটে ধরেছে তাদের সামনের ম্যাচে খেলার বিষয় নিয়েও। তবে সব চিন্তা উডিয়ে দিয়ে কোচ জানালেন বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে তাসকিন ও সানীর খেলতে কোনো বাধা নেই।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বলেন,“হ্যাঁ, তাদের (তাসকিন-সানী) বোলিং নিয়ে রিপোর্ট করেছে আইসিসি। তবে দুজনের খেলতে কোনো বাধা নেই। পরবর্তি ম্যাচে তারা বোলিংও করতে পারবে।”
এদিকে আগামীকাল বাংলাদেশ তাদের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।