ক্যাম্পাসজাতীয়বাংলাদেশ

নির্বাচন কমিশনকে আবারও সাদ্দামের হুঁশিয়ারী

পুঁজার দিনে নির্বাচন মানবেনা বিক্ষুদ্ধ ছাত্রসমাজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নিউজরুমবিডিঃ পুঁজার দিনে নির্বাচনের তারিখ ধার্য্য করায় নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে গত কয়েকদিন ধরে  চলতে থাকা মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদ। পরে ১৫ জানুয়ারি বেলা ১২ টার মধ্যে তারিখ পরিবর্তনের সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। নাহলে রাজু ভাস্কর্য থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা ও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচী দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এখনও পর্যন্ত নির্বাচন কমিশন নিরব থাকায় বুধবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের প্রতিবাদ সভা করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতিবাদ সভায় বক্তব্যের এক পর্যায়ে ডাকসু এজিএস ও ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন- ‘নির্বাচন কিভাবে পিছাতে হয় তা ছাত্রসমাজ ভালো করেই জানে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান । নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনকেই নিতে হবে। আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না।’

উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারন করে নির্বাচন কমিশন এবং ঐ একি দিনে হিন্দু ধর্মালম্বিদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্বরস্বতী পূঁজা।

Related Articles

Close