ক্যাম্পাসসর্বশেষ নিউজ

‘বিশ্ববিদ্যালয় কলেজ’ বলে কিছু নেই

sadat collegeনিউজরুমবিডি.কম: এখন থেকে কলেজের নামের সাথে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা যাবেনা। তাই বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু থাকছেনা আর।

মঙ্গলবার ১৩তম একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন।

একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগ উন্নয়ন প্রকল্প অনুমোদনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কলেজকে বিশ্ববিদ্যালয় নাম দেওয়া যাবেনা। কারণ কলেজের পরিবেশ কলেজের মতো, আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশ্ববিদ্যালয়ের মতো। ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ বলে বাংলাদেশে কিছু নেই। প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কলেজ বলে আবেদন করুক। তখন শিক্ষা মন্ত্রনালয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ‘কলেজ’ হিসেবে রেজিস্ট্রেশনপ্রাপ্ত থাকলেও শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ নাম ব্যবহার করে থাকে। তাই প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

 

Tags

Related Articles

Close