সর্বশেষ নিউজ

মোবাইল সিম নিবন্ধনের জন্য আঙুলের ছাপ গ্রহণ রবিবার থেকে

simনিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে মোবাইল সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি।
জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম কার্যক্রম দেখতে রবিবার রাজধানীতে বিভিন্ন ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট মন্ত্রনালয় সূত্র জানায়, বাংলাদেশ হলো দ্বিতীয়তম দেশ, যেখানে শারীরিক চিহ্ন নিশ্চিত করার মাধ্যমে সিমের প্রকৃত মালিক বাছাইয়ে সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি চালু করা হয়েছে।

এ প্রসঙ্গে রবির জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করতে আমরা সব প্রস্তুতি শেষ করেছি। সারাদেশে আমাদের ৪৬ কাস্টমার কেয়ার সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে।

Related Articles

Close