ক্যাম্পাসসর্বশেষ নিউজ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের নানা কর্মসূচী গ্রহণ
ক্যাম্পাস প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৭.১০ টায় কালো ব্যাচ ধারণ,কালো পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, সকাল ৭.২০ টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০.০০ টায় গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মালম্বিদের বিশষ প্রার্থনা, বেলা ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘বাঙালির আত্মপরিচয়, বাঙালি জাতীয়তাবাদ ও বুদ্ধিজীবীদের দায়’ শীর্ষক আলোচনা সভা। সন্ধ্যা ৭.০০ টায় সেন্ট্রাল ড্রমাটিক ক্লাবের (সিডিসি) পরিবেশনায় মুনির চৌধুরি রচিত নাটক ‘মানুষ’ এবং ৮.০০ টায় প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” ।
অনুষ্ঠানে সর্ব সাধারণের মুক্ত প্রবেশাধিকার থাকবে।