বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

কিছু ‘বিচ্ছিন্ন ঘটনা’ ছাড়া এবারের পৌর নির্বাচনকে শান্তিপূর্ণ বললেন সিইসি

cecনিউজরুমবিডি.কম: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, কিছু ‘বিচ্ছিন্ন ঘটনা’ ছাড়া এবারের পৌর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

 

বুধবার ভোটগ্রহণ শেষে গণনা চলার সময় সন্ধ্যায় শেরে বাংলা নগরে অবস্থিত ইসি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।

 

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবার দলীয়ভাবে পৌর ভোট হওয়ায় ভোটারদের বেশ আগ্রহ ছিল। ভোট উপলক্ষ্যে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে।’

 

সিইসি জানান, অনিয়ম ও নিয়ন্ত্রণ বহির্ভূত কর্মকাণ্ডের জন্য নরসিংদীর মাধবদী পৌরসভায় ভোট (১২ কেন্দ্র) স্থগিত করা হয়েছে। এছাড়া আরও ১৮টি পৌরসভার ৩৮টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

এছাড়া বরুড়ার একটি, চন্দনাইশের তিনটি, কালকিনির দুটি, ভালুকার একটি, চৌমুহনীর ১০টি, জামালপুরের তিনটি, কালিয়ার একটি, কুয়াকাটার একটি, সরিষাবাড়ীর একটি, নগরকান্দার একটি, উলিপুর দুটি, মতলবে একটি, শরীয়তপুরে একটি, বরগুনায় একটি, বেতাগীতে একটি, সৈয়দপুরে চারটি, ঠাকুরগাঁওয়ের তিনটি, যশোর একটি কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে। এসব স্থানে পুন:ভোট হবে বলে জানিয়েছেন কাজী রকিবউদ্দীন আহমদ।

 

কাজী রকিব বলেন, ‘গণনা শেষ হওয়ার পর কত ভোট পড়েছে তা জানা যাবে। অনেক এলাকায় খুব ভালো ভোট পড়েছে। আবার কোথাও কোথাও কম ভোট পড়েছে।’

 

তিনি বলেন, ‘আপনারাই তো কোথায় যেন বলেছেন- আগের চেয়ে কম সহিংসতা হয়েছে।’

 

এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘সন্তুষ্টির বিষয়টি আপেক্ষিক বিষয়। ইটস মাই জব- উই আর ডুয়িং ইট। আমরা যা করছি, সুষ্ঠুভাবে আর ভালোভাবে করব। এর মূল্যায়ন আপনারাই করবেন।’

 

সিইসির সঙ্গে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও যুগ্মসচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন।

Tags

Related Articles

Close