বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
সখীপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন সড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: সখীপুরে জোরপূর্বক জমি দখল ও মহিলাদের ওপর হামলাকারী লিয়াকত সিকদারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত কচুয়ার ছাবেদের চালা এলাকায় সখীপুর-সাগরদিঘী সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে পৌর মেয়র আবু হানিফ আজাদ, স্বতন্ত্র মেয়র প্রার্থী সানোয়ার হোসেন সজীব,যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ভূমি দস্যু ও মহিলাদের ওপর হামলাকারী ব্যবসায়ী লিয়াকত সিকদারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সখীপুর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে। লিয়াকতসহ বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রসঙ্গত: গত মঙ্গলবার উপজেলার কচুয়া গ্রামের ওয়াজেদ আলীর জমিতে প্রতিবেশী লিয়াকত সিকদার তার লোকজন নিয়ে জোরপূর্বক ঘর তুলতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়।