ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
জানুয়ারিতে আসছে জিম্বাবুয়ে, হতে পারে এক টেস্ট, তিন টি-টোয়েন্টি
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: জানুয়ারিতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এখনো সফরসূচি চূড়ান্ত না হলেও জানা গেছে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি থাকতে পারে একটি টেস্ট ম্যাচ। জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে ১১ জানুয়ারি।
বুধবার ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘জিম্বাবুয়ের কাছে আমাদের পাওনা আছে তিনটা টেস্ট। এ তিনটাকে দুই ভাগে ভাগ করে একটা এখানে ও বাকি দুইটা ওখানে (জিম্বাবুয়েতে) করতে চাচ্ছি। ওরা যখন আসবে জানুয়ারিতে তখনকার প্রস্তাবনায় আছে একটি টেস্ট ও তিনটা টি-টোয়েন্টি। জিম্বাবুয়ে ও আফগানিস্তান দুবাইতে খেলবে। খেলার পরই এখানে আসবে।’
তিনি আরো বলেন, ‘আমরা যখন ওদের ওখানে যাব তখন থাকবে দুইটা টেস্ট ও ওয়ানডে। দুইটা টেস্টের সঙ্গে কয়টা ওয়ানডে থাকবে সেটা ওদের বোর্ডের সঙ্গে আলোচনা করে পরে ঠিক করবো।’
দুর্জয় বলেন, ‘এখন যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকান সবাই কিন্ত টেস্ট খেলছে। সবাই কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবে। ক্রিকেটে ভালো করতে হলে কোনোটাকেই এড়িয়ে গেলে হবে না। টেস্ট ক্রিকেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এটাতে ভালো খেললে সব ফরম্যাটে ভালো খেলতে পারবো। কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করলে কিন্তু টেস্টে ভালো করতে পারবো না।’