আন্তর্জাতিকখেলাধূলা
দেশের মাটিতে প্রথম বোলার হিসেবে সাকিবের সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক,নিউজরুমবিডি.কম: নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে অন্যরকম এক সেঞ্চুরি পূরন করলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে প্রথম বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। নিজের বলে শেখর ধাওয়ানকে নিজের হাতেই ক্যাচ বানিয়ে এ সেঞ্চুরি পূরন করেন সাকিব।
ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে দেশের মাটিতে এবি ডি ভিলিয়ার্সকে বোল্ড করে প্রথম উইকেট পেয়েছিলেন সাকিব। আর দেশের মাটিতে শততম উইকেট তুলে নিলেন দেশের মাটিতে খেলা ২৮ তম টেস্টে।
দ্বিতীয় দিন বৃষ্টির কারণে কোন বলই মাঠে গড়াতে পারেনি। তাই বাংলাদেশের বোলাররা উইকেট নেওয়ার সুযোগ পায়নি।
তৃতীয় দিনেও অন্যান্য বোলাররা উইকেট তুলতে না পারায় হতাশ ছিল টাইগাররা। কিন্তু সাকিব সেঞ্চুরিয়ান ধাওয়ানকে ফিরিয়ে দেওয়ার পর দ্রুতই ফিরিয়ে দেন রোহিত শর্মাকে। কিছুক্ষন পর জুবায়েরের স্পিনে কোহলি আউট হলে আনন্দে মাতে দর্শকরা।