বাংলাদেশ

খুলে দেওয়া হয়েছে ভাইবার, টুইটার, স্কাইপ, ইমো

social mediaপ্রযুক্তি প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: খুলে দেওয়া হয়েছে ভাইবার, টুইটার, স্কাইপ, ইমোসহ সামাজিক যোগযোগ মাধ্যমের সব অ্যাপস। দীর্ঘ ২২ দিন বন্ধ রাখার পর ফেসবুক খুলে দেওয়া হলেও বন্ধ ছিল ভাইভার, হোয়াটঅ্যাপ। গতকাল রোববার হঠাৎ বন্ধ হয়ে যায় টু্‌ইটার, স্কাইপ, ইমো।

সোমবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হামিল জানান, শিগগিরই খুলে দেওয়া হচ্ছে এসব মাধ্যম। প্রতিমন্ত্রীর কথার রেশ কাটতে না কাটতেই সোমবার সন্ধ্যায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের সব অ্যাপস খুলে দেওয়া হয়।

এদিকে, গতকালকে টুইটার, ভাইবার, ইমো বন্ধের বিষয়ে কিছু জানেন না বলে আজ দুপুরে গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিটিআরসি সূত্রে জানা যায়, এখন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ বা খুলে দেওয়ার বিষয়টি ঠিক করবে বিটিআরসি।

 

Tags

Related Articles

Close