ক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

কয়েক ঘন্টা পরই বিপিএলের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান

bpl openingক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: বিপিএলের এবারের আসর মাতাবেন বলিউড সুপারস্টার ঋতিক রোশন এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে সকাল সাড়ে নয়টায় ঢাকায় এসে পৌছেছেন এ তারকা জুটি।
আজ বিকেল চারটায় শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে পারফর্ম করবেন দেশি বিদেশি অনেক জনপ্রিয় তারকা। জানা গেছে, শুরুতেই মঞ্চে উঠবেন নৃত্যশিল্পী মৌ। বিকেল সাড়ে চারটার দিকে মঞ্চে উঠবেন তিনি। এরপর মঞ্চ মাতাবেন ব্যান্ড দল চিরকুট ও এলআরবি। আর তার পরপরই মঞ্চে উঠবেন আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ। মঞ্চে আসবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকেও।
দেশিয় শিল্পীদের পরিবেশনার পর রাত নয়টায় মঞ্চে উঠবেন ঋতিক রোশন। তার আগে মঞ্চ কাঁপাবেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
তারকা শিল্পীদের পারফন্সের পর থাকবে চোখ ধাঁধানো আঁতশ বাজি।
এর আগে রাত আটটায় বিপিএল তৃতীয় আসরের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের গেট বিকেল সাড়ে তিনটায় খুলে দেওয়া হবে। আর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

Related Articles

Close