ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
আগামীকাল বিকেলে শিক্ষকদের ডেকেছেন প্রধানমন্ত্রী
নিউজরুমবিডি.কম: আগামীকাল সোমবার আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে শিক্ষক সমিতি ফেডারেশন নেতাদের এই বৈঠক হওয়ার কথা রয়েছে বিকাল সাড়ে তিনটায়।
এর আগে শিক্ষক নেতারা বরাবরই বলে আসছিলেন, তাঁরা পাঁচ মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রীর কাছে সময় চান। তাঁদের ধারণা, প্রধানমন্ত্রীর সঙ্গে বসলেই বিষয়টি নিয়ে সমাধানে পৌঁছতে পারবে তারা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎপাওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন, শিক্ষক সমিতির ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন তারা।
প্রসঙ্গত, নয় মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে অবনমন এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। গত সোমবার থেকে সারা দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা, যাতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।