বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ঝিনাইদহে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করলেন যুবলীগ নেতা বিপ্লব

তারেক জাহিদ, ঝিনাইদহ: মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করলেন ঝিনাইদহ সদর থানা যুবলীগের সাবেক আহŸায়ক নুরে আলম বিপ্লব। ঝিনাইদহ সদর হলিধানী বাজার থেকে সোনারদাড়ি পর্যন্ত রাস্তাটি এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে খানা গর্তের সৃষ্টি হয়। এতে করে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন যুবলীগ নেতা নূর-এ-আলম বিপ্লব।

রাস্তা দিয়ে নিয়মিত চলাচলরত ভ্যান চালক মহিরদ্দিন(৫০) বলেন, ‘হলিধানী বাজার থেকে বাজার গোপালপুর রাস্তায় মাঝে মধ্যে ভাঙ্গা হওয়ার কারণে চলতে অনেক সুবিধা হয়, বিপ্লব বাবাজি রাস্তা ঠিক করছে দেখছি,রাস্তাটি ঠিক হলে সকলের উপকার হবে। ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী ইউনুছ আলী (৫৫) বলেন, ‘এ রাস্তা দিয়ে প্রতিদিন জেলা সদরসহ ঝিনাইদহ শহরে যাতায়ত করে হাজার হাজার মানুষ। এ রাস্তা দিয়া নিয়মিত, ইজিবাইক,অটো,ভ্যান ও নিসিমন,আলমসাধু গাড়ি চলাচল করে। যুবলীগের নেতা নুরে আলম বিপ্লব মানুষের দুর্দশার কথা ভেবে এগিয়ে এসেছেন। তার উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।

এ বিষয়ে যুবলীগ নেতা নূর-এ আলম বিপ্লব, জানান আমার নিজ এলাকা হলিধানী বাজার হতে সোনাদাড়ি পর্যন্ত গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল দশা,কিছু কিছু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। রাস্তাটি চলাচলের অন উপযোগী হলে আমি নিজ উদ্যোগে হলিধানী বাজার হতে সোনারদাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কার করার কাজ শুরু করেছি। রাস্তা মেরামতকালে উপস্থিত ছিলেন,হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর রহিম শেখ, বাদশা, ছয়াল, ডা: মোজাম্মেল হোসেন,ওসমান আলী,ফারুক বিশ্বাস,রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Close