খেলাধূলা

বিপিএলের প্রাথমিক সময়সূচি প্রকাশ: ২২ নভেম্বর শুরু- ফাইনাল ১৫ ডিসেম্বর

bplক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: শুরু হয়ে গেছে বিপিএল তৃতীয় আসর নিয়ে নানা উন্মাদনা। ক্রিকেট অনুরাগীদের এখন প্রধান আলোচনার বিষয়ই যেন বিপিএল।এরই মধ্যে খেলোয়াড় দলে ভেড়ানোর কাজ শেষ করেছেন ফ্রাঞ্জাইজিরা। এবার অপেক্ষা মাঠে নামার।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে মাঠের প্রতিযোগিতা। এরই মধ্যে প্রকাশিত হয়েছে বিপিএলের এবারের আসরের প্রাথমিক সময়সূচি। বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো সময়সূচি চূড়ান্তভাবে প্রকাশ না করলেও জানা গেছে, ২২ অক্টোবর থেকে শুরু হওয়া মাঠের এ প্রতিযোগিতা শেষ হবে ১৫ ডিসেম্বরের ফাইনাল ম্যাচ দিয়ে।

এবারের আসরের খেলাগুলো হবে ঢাকা ও চট্রগ্রামের ভেন্যুতে। প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ২টায়; আর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬:৪৫ টায়।

বিপিএল তৃতীয় আসরের প্রাথমিক সূচি নিউজরুমবিডি’র সম্মানিত পাঠকদের জন্য তুলে ধরা হলো:

বিপিএল ২০১৫ এর সময়সূচি:

প্রথম পর্ব: ভেন্যু- ঢাকা

২২ নভেম্বর       রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস
ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২৩ নভেম্বর    সিলেট সুপার স্টার্স-চিটাগাং ভাইকিংস
রংপুর রাইডার্স-বরিশাল বুলস

২৪ নভেম্বর    কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগাং ভাইকিংস
সিলেট সুপার স্টার্স-বরিশাল বুলস

২৫ নভেম্বর  রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস

২৬ নভেম্বর  সিলেট সুপার স্টার্স-রংপুর রাইডার্স
চিটাগাং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস

২৭ নভেম্বর  কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স
সিলেট সুপার স্টার্স-ঢাকা ডায়নামাইটস

দ্বিতীয় পর্ব: ভেন্যু- চট্টগ্রাম
৩০ নভেম্বর বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টার্স

১ ডিসেম্বর  রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস
বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস

২ ডিসেম্বর  কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস
সিলেট সুপার স্টার্স-চিটাগাং ভাইকিংস

৩ ডিসেম্বর  রংপুর রাইডার্স-বরিশাল বুলস

তৃতীয় পর্ব: ভেন্যু- ঢাকা

৬ ডিসেম্বর  সিলেট সুপার স্টার্স-বরিশাল বুলস
রংপুর রাইডার্স-ঢাকা ডাইনামাইটস

৭ ডিসেম্বর  কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস
সিলেট সুপার স্টার্স-রংপুর রাইডার্স

৮ ডিসেম্বর  চিটাগাং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স

৯ ডিসেম্বর  সিলেট সুপার স্টার্স-ঢাকা ডায়নামাইটস
বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস

১০ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টার্স
বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস

১২ ডিসেম্বর  প্রথম সেমিফাইনাল বা কোয়ালিফায়ার (পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল)
এলিমিনেটেড ম্যাচ (পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বর দল)

১৩ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল বা কোয়ালিফায়ার (প্রথম কোয়ালিফায়ার পরাজিত বনাম এলিমিনেটর বিজয়ী)

১৫ ডিসেম্বর  ফাইনাল।

Tags

Related Articles

Close