ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

আফ্রিদি বরখাস্ত! থাকছেন না ওয়াকারও!

afridiক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: পাকিস্তানের গণমাধ্যম ‘পাকিস্তান টুডে’ জানিয়েছে বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে শহীদ আফ্রিদিকে বরখাস্ত করে দায়িত্ব দেয়া হচ্ছে সরফরাজ আহমেদকে। সেই সঙ্গে কোচ ওয়াকের ইউনিসের মে মাসে চুক্তির মেয়াদ শেষ হলে রাখা হচ্ছে না তাকেও।

শুক্রবার পিসিবির বোর্ড সভায়  এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

পত্রিকাটির প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, আসন্ন মে মাস থেকে থেকে মহসিন খানকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হবে। এছাড়া দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হবে আকিব জাভেদকে।

জানা গেছে, এশিয়া কাপ-বিশ্বকাপের পর পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত নেয় পিসিবি। সেই কমিটি শুক্রবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে। প্রতিবেদনে কয়েকজন খেলোয়াড়ের কথা বলা হয়েছে, যারা এশিয়া কাপ এবং বিশ্বকাপের সময় নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করেননি।

তদন্ত কমিটির কাছে কোচ ওয়াকার দাবি করেন, মোহাম্মদ হাফিজ তার ইনজুরির কথা গোপন রেখে খেলতে নামেন। পাশাপাশি তিনি জানান দায়িত্ব থেকে সরে যেতে আপত্তি নেই তার। বললেন, ‘আমি সরে গেলে যদি দলের ভাল হয়, তবে দেরি না করে সেটাই করা হোক।’

Related Articles

Close