জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

পরিবর্তন হতে পারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম

থার্ড টার্মিনাল উদ্বোধন হবে ৬ মাস পর

নিউজরুমবিডি.কম: ৫ই আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের সবর্ত্র বইছে পরিবর্তনের হাওয়া। তারই ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের দাবী  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান।

বৃহস্পতিবার  সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪‘ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আবু নাসের বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এটি পরিবর্তন করা হবে কিনা, সেটি পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

এসময় তিনি আরও বলেন, বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ ৯৮ ভাগ সম্পন্ন হয়েছে, যা ‍উদ্বোধনে আরও ৬ মাস লাগবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই। তাই অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দিতে হবে

Tags

Related Articles

Close