বাংলাদেশসর্বশেষ নিউজ

বীরগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযান: সাড়ে ১২লক্ষ টাকার জাল নোটসহ যুবক আটক

শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে আজ সোমবার র‌্যাবের বিশেষ অভিযানে সাড়ে ১২লক্ষ টাকার জাল নোটসহ যুবককে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্প কমান্ডর মেজর খুরশীদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাট এলাকার সপ্না ডিজিটাল ষ্টুডিও ও কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রে ঘটনার দিন দুপুরে অভিযান চালিয়ে সাড়ে ১২লক্ষ (১০০০/-) টাকার জাল নোট উদ্ধার করে। এ সময় জাল টাকা বহনকারী একই ইউনিয়নের মিরাটুঙ্গী গ্রামের ওসমান গনির ছেলে শওকত হোসেনকে গ্রফতার করে। জিজ্ঞাসাবাদে শওকত হোসেন র‌্যাবের কাছে অপরাধ স্বীকার করেছে।

এ ঘটনায় জেসিও ৭৭৫৭ ডিএডি তোফাজ্জল হোসেন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) (খ) (গ) ধারায় মামলা দায়ের করে। র‌্যাব রাতেই, ধৃত আসামী শওকত হোসেনকে থানায় সোপর্দ করে ও ১হাজার ২৫০টি ১০০০/-টাকার জাল নোট পুলিশের কাছে হ¯তান্তর করে। থানা পুলিশ সোমবার অভিযুক্ত শওকত হোসেনকে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে।

ওসি আবু আক্কাছ আহ্মদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, প্রত্যক্ষ ২জনের নামে মামলা এর মধ্যে সপ্না ডিজিটাল ষ্টুডিও ও কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক খাদেমুল ইসলাম তুহিন পালিয়ে গেছে তাকেসহ জালিয়াত চক্রের সদস্যদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Related Articles

Close