আন্তর্জাতিকসর্বশেষ নিউজ
মুসলমানদেরকে ভারতে থাকতে হলে গরু খাওয়া ছাড়তে হবে!
ডেস্কনিউজ, নিউজরুমবিডি.কম: ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্রর ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে বলেন, ‘মুসলমানরা এদেশে থাকতে পারেন, তবে সেক্ষেত্রে তাদের গরু খাওয়া ছাড়তে হবে।’
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মনোহর লাল বলেন ‘মুসলমানরা এদেশে থাকতে পারেন, তবে সেক্ষেত্রে তাদের গরু খাওয়া ছাড়তে হবে।’
তিনি আরও বলেন, গরু, গীতা এবং সরস্বতী এ তিনটি বিষয় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের ধর্মীয় বিশ্বাসের প্রতীক। আর গরুর মাংস খাওয়া বন্ধ করে দিলে মুসলমানরা তাদের ধর্মীয় বিশ্বাস নষ্ট করছে না।
তিনি দাবি করেন, ‘মুসলমান বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কোথাও গরুর মাংস ভক্ষণ বাধ্যতামূলক বলা নেই। সেক্ষেত্রে গরু খাওয়া ছাড়লে তাদের জাত যাবে না। দেশের অনুভূতি রক্ষার্থে সেটা তাদের ছাড়তেই হবে।’
মনোহর লাল খাট্টারের আমলেই হরিয়ানায় গরু জবাই নিষিদ্ধ করে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। রাজ্যে গরু জবাইয়ের ঘটনা প্রমাণিত হলে ১০ বছর জেলের পাশাপাশি গরুর মাংস খাওয়ার প্রমাণ মিললে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান করা হয়েছে।
সূত্র: অনলাইন