বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ভোটার হালনাগাদ করণের কাজ চলছে। মঙ্গলবার সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রম শুরু হয়। আগামী বছরের ২২ জানুয়ারি এ কার্যক্রম শেষ হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটারের তথ্য সংগ্রহ আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে। এরপর তিন ধাপে ভোটারের নিবন্ধন কার্যক্রম চলছে।
নির্বাচন কার্যক্রমের প্রথম ধাপ শুরু হবে ২০ আগস্ট, শেষ হবে ১৫ সেপ্টেম্বর। প্রথম ধাপে মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর এবং ভূঞাপুরের লোকজন নিবন্ধন করতে পারবে। দ্বিতীয় ধাপে ১৬ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এই ধাপে সখীপুর, কালিহাতী, গোপালপুর এবং টাঙ্গাইল সদরের লোকজন নিবন্ধন করতে পারবে। তৃতীয় ধাপে ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত। শেষ ধাপে ঘাটাইল, ধনবাড়ী, মধুপুর এবং বাসাইলের লোকজন নিবন্ধন করতে পারবেন।
এছাড়া হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা ২০১৮ সালের ২ জানুয়ারি প্রকাশ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত শেষ সময় ২০১৮ সালের ১৭ জানুয়ারি। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তের নিষ্পিত্তির শেষ সময় ২০১৮ সালের ২২ জানুয়ারী। ভোটার হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা ২০১৮ সালের ৩১ জুলাই প্রকাশ করা হবে।
এ বিষয়ে কথা হয় টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলামের সাথে। তিনি বলেন, যারা ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করেছেন এবং বিগত হালনাগাদ কার্যক্রমের বাদ পড়েছেন শুধু তারাই ভোটার হালনাগাদে অন্তর্ভূক্ত হতে পারবে। এ কাজের জন্য জেলায় তথ্য সংগ্রহকারী রয়েছেন ১৫০০ জন এবং সুপারভাইজার আছেন ৩১৪ জন। এবার ভোটার হালনাগাদে ৯৫ হাজার ৮৩৫ জন নতুন ভোটার নিবন্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটার নিবন্ধন কার্যক্রমের কেন্দ্র জেলার প্রতিটি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ।
তিনি বলেন, ভোটার হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু করতে মাঠ পর্যায়ে আমরা কাজ করছি। এ কার্যক্রমে কোন অনিয়ম হলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিগত বছরের ন্যায় এ বছরের ভোটার হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু হবে বলে তিনি মনে করেন।