বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সিরাজুস সালেকীন: টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সখীপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ডায়াবেটিস সমিতির সামনে থেকে র্যালি শুরু সখীপুর মুখতার ফোয়ারা তও্বরে এসে শেষ হয়। সখীপুর উপজেলা ডায়াবেটিস সমিতির সভাপতি ও শেরপুর জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় অংশ নেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম ও সখীপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মেছের উদ্দিন মিয়া।
এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সখীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম,ও গণি, সখীপুর পি,এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস,এম মজিবর রহমান চাঁন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, অামির উদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসাইন, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ প্রধান শিক্ষক কামরুল হাসান, সখীপুর বাজার বণিক বল্হমুখী সমবায় সমিতির সাধারণত সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জাহিদ ইকবাল আলমগীর, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন, টাংগার নজরুল, সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন আজাদ, সখীপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হাসান আজাদ, জাহাঙ্গীর আলম , সখীপুর শহর ছাত্রলীগের সভাপতি তানভির সেলিম, তানিন আহমেদ প্রমুখ।
সখীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ডাঃ মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সখীপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে র ্যালি ও আলোচনা সভার আয়োজন করেছি। র ্যালি ও আলোচনা সভায় যারা অংশ গ্রহণ করেছেন তাঁদের সকল কে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, সখীপুরের জনসাধারণ যাতে স্বল্প মূল্যে ডায়াবেটিস চিকিৎসার সেবা গ্রহণ করতে পারে, মূলত সেজন্যই আমরা সখীপুর ডায়াবেটিস সমিতি প্রতিষ্ঠা করেছি। ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠালগ্নে যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Tags

Related Articles

Close