বিনোদনসর্বশেষ নিউজ

রুমীর কথায়, সালেহ’র সুরে কিশোর পলাশের ‘আমারে ডুবাও’

বিনোদন প্রতিবেদকঃ উল্টো পথে উল্টো স্রোতে আমার তরি কেন ভাসাও, দয়াল জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও- এমনই কথামালায় সাজানো গানটি লিখেছেন কবি ও গীতিকার শেখ সাইফুল্লাহ রুমী।গানটির শিরোনাম ‘আমারে ডুবাও’। গানটির সুর করেছেন সালেহ বিশ্বাস এবং গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এ এইচ জীবন।  ‘আমারে ডুবাও’ শিরোনামের এই গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর পলাশ। আমারে ডুবাও শিরোনামের এই গানটির গানচিত্র প্রকাশ পেয়েছে কিশোর পালাশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গান প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, ‘গানটি ফোক ঘরানার। এক বছরেরও বেশি সময় আগে গানটি রেডি করে রেখেছি। করোনা মহামারীসহ বিভিন্ন কারণে রিলিজ দেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘গানটি আমার খুবই পছন্দের। গানের কথা আধ্যাত্মিক ধাঁচের। উল্টো পথে উল্টো স্রোতে আমার তরি কেন ভাসাও, দায়াল জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও।’

গান প্রসঙ্গে গীতিকার শেখ সাইফুল্লাহ রুমী বলেন, ‘কিশোর পলাশ আমার খুবই পছন্দের মানুষ, পছন্দের শিল্পী। গানটি বেশ ভালোই গেয়েছেন। আশা করি সবার ভালো লাগবে।’

Tags

Related Articles

Close