ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

টিম ইন্ডিয়ার নতুন স্পন্সর এমপিএল

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সিতে থাকবে এমপিএল

আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগেই ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর পেয়ে গেল বিসিসিআই। আগামী তিন বছরের জন্য এমপিএল নামে এক ফ্যান্টাসি গেম সংস্থার সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। ড্রিম ইলেভেনের পর দ্বিতীয় ফ্যান্টাসি গেম সংস্থা হিসেবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হলো এমপিএল। চুক্তি অনুযায়ী চলতি বছররে নভেম্বর থেকে আগামী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সিতে থাকবে এমপিএল।

বোর্ডের সূত্রের খবর, চুক্তি অনুযায়ী ম্যাচ প্রতি ৬৫ লক্ষ টাকা বোর্ডকে দিবে এমপিএল। পাশাপাশি ‘অফিসিয়াল মার্চেন্ডাইজ’ বাবদ বার্ষিক তিন কোটি টাকা পাবে বিসিসিআই। এছাড়া ওই মার্চেন্ডাইজ বিক্রির উপর সিজন প্রতি ১০ শতাংশ রাজস্বও পাবে বোর্ড। ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলিদের জার্সিতে দেখা যাবে নতুন স্পন্সরের লোগো।

এমপিএলের পূর্বে এটার স্পন্সর ছিলো নাইকি। গেল সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করেছে নাইকি। সদ্য প্রাক্তন স্পন্সর নাইকি সম্পর্ক ছিন্ন করায় আগের তুলনায় আয় কমেছে বিসিসিআইয়ের। কেননা নাইকি ম্যাচ প্রতি ৮৭ লক্ষ টাকা দিত। সেখানে নতুন স্পন্সর এমপিএল ম্যাচ প্রতি ৬৫ লক্ষ টাকা দিবে। ফলে সরাসরি ২৫ শতাংশ আয় কমছে বোর্ডের।

করোনা মহামারী বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধির গতি ধাক্কা খাওয়া এর মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এমপিএলের সাথে অ্যাডিডাস, পুমার মতো সংস্থা প্রাথমিকভাবে স্পন্সরশিপে আগ্রহ প্রকাশ করলেও পরে দরপত্র জমা দেয়নি। তাই আগামী তিন বছরের জন্য এমপিএলের সাথেই চুক্তিবদ্ধ হয় বিসিসিআই।

Tags

Related Articles

Close