আন্তর্জাতিক
বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রধানমন্ত্রী!
নিউজডেস্ক, নিউজরুমবিডি.কম: যেখানে প্রধানমন্ত্রী বলতেই সকলের চোখে ভেসে ওঠে দামি বিলাসবহুল গাড়ি, বিশাল বাড়ি, ব্যাংকে কাড়ি কাড়ি টাকার মালিক; সেখানে এমন প্রধানমনত্রীর কথা কি ভাবা যায়- যার নিজস্ব সম্পত্তি বলতে শুধুই দুটি মোবাইল!
হ্যা, হিমালয় কন্যা নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এমনই একজন।
জানা গেছে, তার দুটি মোবাইল ছাড়া আর কোন সম্পত্তি নেই। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে তিনি থাকতেন ভাড়া বাসায়।
নেপালে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রলয়ংকরী ভূমিকম্পের পর বিশ্বের বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অকপটে। তবুও নেপালের জনগণের ভোগান্তির যেন শেষ নেই। আর এমন দিনেও সেদেশের জনগণ তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত। নেপালের জনগণ মনে করেন তাদের প্রধানমন্ত্রীই বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রধানমন্ত্রী। তার নিজস্ব কোন জমি নেই, কোন গাড়ি নেই, নেই কোন মোটরবাইক। প্রধানমন্ত্রীত্বও তার জীবনে তেমন কোন পরিবর্তন আনতে পারেনি। তিনি সবসময় সাদামাটা জীবন যাপন করেন, কাজ করেন দেশের মানুষের জন্য। ভূমিকম্পের সময় লাখ লাখ মানুষ যখন খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন, তখন তিনিও জনগণের কাতারে দাঁড়িয়ে রাত্রি যাপন করেছেন খোলা আকাশের নিচে!