ক্রিকেটসর্বশেষ নিউজ
৫৪ ঘণ্টার ভ্রমণ শেষে কোয়ারেন্টিনে ক্যারিবিয়ানরা
দীর্ঘ ভ্রমন শেষে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে আপাতত ক্যারিবিয়ান ক্রিকেটাররা আছেন কোয়ারেন্টিনে
স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার নিউজিল্যান্ড পৌছেছে উইন্ডিজ ক্রিকেট দল। বারবাডোজ থেকে গেল মঙ্গলবার যাত্রা শুরু করে ক্যারিবিয়ানরা। এরপর লন্ডন, দুবাই ও অকল্যান্ডে যাত্রা বিরতি শেষে ৫৪ ঘন্টার দীর্ঘ ভ্রমন ক্লান্তি শেষ করে অবশেষে ক্রাইস্টাচার্চে পা রেখেছে উইন্ডিজ দল।
দীর্ঘ ভ্রমন শেষেও চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করিয়ে আপাতত ক্যারিবিয়ান ক্রিকেটাররা আছেন কোয়ারেন্টিনে। যদিও কোভিড পরীক্ষায় উতরে গেছেন ক্যারিবিয়ানদের সবাই। কোয়ারেন্টিনে তাদের ঘাঁটি ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয় হাই পারফরম্যান্স সেন্টার। সেখানে টানা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। তবে ঘরবন্দী থাকতে হবে কেবল ৪ দিন। এরপর কোয়ানেন্টিনে থেকেই সেখানে অনুশীলন করতে পারবেন তারা।
নিউজিল্যান্ডে কোভিড-১৯ রোগের প্রকোপ ততটা তীব্র নয়। তাই ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে ক্রিকেটাররা মোটামুটি মুক্ত জীবন কাটাতে পারবেন।
এরআগে গত জুলাইয়ে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জৈব-সুরক্ষা বলয়ে টেস্ট সিরিজ খেলেছে উইন্ডিজ দল। কোভিডকালীন সময়ে প্রথম বিদেশ সফরে যাওয়া দল ছিল ক্যারিবিয়ানরা, একাধিকবার বিদেশ সফরেও তারাই প্রথম।
আগামী ২৭ নভেম্বর থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে কিউইদের বিপক্ষে সিরিজ। তাই টি-টোয়েন্টি দল পৌঁছেছে আগে। তবে আরব আমিরাতে অনুষ্ঠেয় চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থাকা ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন পরে। টেস্ট সিরিজের আগেই যোগ দেবেন ওই সিরিজের ক্রিকেটাররা। দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী ৩ ডিসেম্বর থেকে।
এদিকে আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাদের জন্যও কোয়ারেন্টিনের নিয়ম এরকমই থাকার কথা।