বাংলাদেশসর্বশেষ নিউজ

সখিপুরে শেখ রাসেলের জন্মদিন পালন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮ অক্টোবর (রবিবার) বিকেলে সখিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় কায়ছার সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক ও ডেসকো’র পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সখিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, সাবেক যুগ্ম সচিব লিয়াকত আলী মিয়া, সখিপুর পি,এম,পাইলট গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সখিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, সখিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আহম্মদ আলী মিয়া, সখিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সখিপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সখিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শেখ রাসেল স্মৃতি সংঘের উপদেষ্টা কামরুল হাসান আজাদ, শেখ রাসেল স্মৃতি সংঘের উপদেষ্টা ও ঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতির যুগ্ম সম্পাদক শাহরিয়ার রিপন, শেখ রাসেল স্মৃতি সংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ও ডাঃ মোঃ সুজন সিকদার সহ আরো অনেকে।

অনুষ্ঠানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোটদের ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে রাইয়ান মাহমুদ, নওবা তাহিয়া হোসেন ও তানজিলা তাহসিন অহনা এবং বড়দের ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে জান্নাতুল ফেরদৌসী জুথি, কানিজ ফাতেমা জুথি ও মৌ সিকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল স্মৃতি সংঘের সদস্য জাহিদ হাসান তমাল ও আফজাল হোসেন হৃদয়।

Tags

Related Articles

Close