জেড.আই জহির, নিউজরুমবিডি.কম: ২০১৫ সালের সেরা এশিয়ান ওয়ানডে একাদশের পর এবার এশিয়ান টেস্ট স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। তিনিই একমাত্র বাংলাদেশী খেলোয়াড় যিনি ২০১৫ সালের সেরা এশিয়ান টেস্ট একাদশে নিজের নাম অন্তর্ভূক্তি করেছেন।
শনিবার প্রকাশিত ভারতীয় জনপ্রিয় ক্রিকেটে স্পোর্টস পোর্টাল “ক্রিকেট ট্যাকারে” প্রকাশিত ২০১৫ সালের সেরা এশিয়ান টেস্ট একাদশে বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধি করেছেন। ২০১৫ সালে অনুষ্ঠিত টেস্ট ম্যাচগুলোর উপর তদারকি করে প্রকাশিত মূল একাদশে ভারতের ২ জন, শ্রীলংকার ৩ জন, পাকিস্তানের ৫ জন ও বাংলাদেশের ১ জনকে রেখে স্কোয়াড প্রকাশ করেছে ক্রিকেট ট্যাকার।
প্রকাশিত এশিয়ান টেস্ট স্কোয়াডের নেতৃত্ব দিবেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। ২০১৫ সালের তারকা টেস্ট খেলোয়ারদের নিয়ে এই একাদশ প্রকাশ করেছে পোর্টালটি। বছরে মাত্র ৫টি টেস্ট ম্যাচ খেলেও সেরা অল-রাউন্ডারের জায়গাটা দখল করে নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে সহ-অধিনায়ক সাকিব আল হাসান। পাঁচ ম্যাচে ৭ ইনিংস ব্যাট করে ৫৮.৮০ গড়ে করেছেন ২৯৪ রান করেছেন সাকিব। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৯১ বলে ৮৯* রানের ইনিংসটি ছিল তার বছর সেরা সর্বোচ্চ রানের স্কোর। পাশাপাশি ৬ ইনিংস বল করে ৭টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার। ফতুল্লায় ভারতের বিপক্ষে ১০৫ রান খরচায় ৪ উইকেট তার বছর সেরা বোলিং ফিগার। যার বদলেতে এশিয়ান টেস্ট একাদশে নিজের আধিপত্য বিস্তার করেছেন দেশসেরা এই অল-রাউন্ডার।
এশিয়ান টেস্ট একাদশঃ মোহাম্মদ হাফিজ, মুরলি বিজয়, কুমার সাঙ্গাকারা, ইউনুস খান, সাকিব আল হাসান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), সারফারাজ আহমেদ (উইকেট রক্ষক), রবিচন্দন অশ্বিন, ইয়াছির শাহ, ধামীকা প্রাসাদ, দুসমান্থ চামীরা।